ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের বিরুদ্ধ ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেন রামু উপজেলার নাহার ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি জানান- মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নাহার ফিলিং স্টেশনে অভিযান চালায় সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন। ওজনে কম দেয়ার অভিযোগ তুলে ফিলিং স্টেশন তালাবদ্ধ করে দিয়ে অফিসে দেখা করতে বলেন তিনি। এসময় রিদোয়ান নামের এক বহিরাগত লোক ছিলেন তার সাথে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ আরো জানান- একই দিন সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ে গেলে সেখানে সহকারী পরিচালক ইমরান হোসাইন ছিলেননা। তার সাথে ফোনে যোগাযোগ করলে, তিনি ১ লাখ টাকা জনৈক রিদোয়ানের হাতে এবং ২০ হাজার টাকা অফিসে জমা দিতে বলেন। টাকা জমা দেয়ার পর মাত্র ২০ হাজার টাকার রশিদ দেয়ায় বিষয়টি সন্দেহ হয়। এই বিষয়ে তিনি সহকারী পরিচালক ইমরান হোসাইন ও রিদোয়ানের সাথে বেশ কয়েকবার মুঠোফোনে কথা বলে রেকর্ড করেন বলেও জানান।

এদিকে ঘুষ নেয়ার বিষয়টি জানাজানি হলে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তার কার্যালয়ে অভিযোগকারী নাহার ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ, জনৈক রিদোয়ান ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেনের সাথে বসেন।

এই বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন- জরিমানা আদায়ের নামে জনৈক রিদোয়ানের মাধ্যমে ১ লাখ টাকা নেয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। ওই ১ লাখ টাকা ভুক্তভোগীকে ফেরত দিয়েছে তারা। এ ঘটনায় রিদোয়ানকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত ভাবে জানানো হচ্ছে।