প্রতিনিধি, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে মোশারফ হোসেন নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শেরপুর-শ্রীবরদী সড়কের লঙ্গরপাড়া গলাকাটা ব্রিজের পাশের পানির ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোশারফ হোসেন (৪৪) একই উপজেলার কুড়িকাহনীয়া এলাকার মৃত জাকির হোসেন বাতাশুর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোশারফ হোসেন গত ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে ফিরে না আসায় পরদিন তার ছেলে হৃদয় মিয়া (১৭) থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার লংগড়পাড়া গলাকাটা এলাকায় সড়কের পাশে একটি পানির ডোবা থেকে তার ক্ষতবিক্ষত ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নিহতের স্ত্রী কামরুন্নাহার জানান, তার স্বামী প্রতিদিন রাতে অটোরিকশা চালাতেন। ওইদিন আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে অজ্ঞাত এক অপহরণকারী ফোন দিয়ে টাকা দাবি করে। তিনি বলেন, আমি স্বামী হত্যার বিচার চাই।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।