হিলিতে কমেছে পেঁয়াজের দাম

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৪ থেকে ৫ টাকা। যে পেঁয়াজ তিন দিন আগে বিক্রি হয়েছে ২২ থেকে ২৫ টাকা দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে নিন্ম আয়ের মানুষের মাঝে। গতকাল মঙ্গলবার সকালে হিলি বাজারে গিয়ে এ তথ্য পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, পেঁয়াজের আড়তগুলোতে আমদানিকৃত পেঁয়াজ সরবরাহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার কারণে দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, দুর্গাপূজা উপলক্ষে কয়েকদিন বন্দর বন্ধ থাকবে, আমদানি হবে না, তাই এই কয়েকদিন বেশি করে আমরা আমদানি করছি। আমদানি বৃদ্ধির ফলে বাজারে দাম কমেছে এবং আড়তগুলোতে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। পেঁয়াজ আমদানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারসহ দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রুবেল হোসেন জানান, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে পেঁয়াজের সরবরাহ অনেক বেড়ে গেছে। আমাদের দোকানে এখন পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে। সরবরাহের তুলনায় ক্রেতাও কম। তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। তিন দিন আগে যে পেঁয়াজ বিক্রি করেছি ২৪ থেকে ২৫ টাকায়। সেই পেঁয়াজ আজকে মঙ্গলবার বিক্রি করছি ১৮ থেকে ২০ টাকায়। এভাবে সরবরাহ বাড়লে আগামীতে দাম আরও কমবে বলে আশা করছি।

বাজারে পেঁয়াজ কিনতে আসা এক রিকশাচালক জানান, আমি রিকশা চালিয়ে খাই, কিস্তির ওপর লোন নিয়ে একটি রিকশা কিনছি। আমার বাড়িতে বউ ও দুই ছেলেমেয়ে আছে। সারা দিনে যা ইনকাম করি তা কিস্তি দিয়ে যা থাকে তাই দিয়ে বাজার করি। তবে বর্তমান ডিজিটাল যুগে দ্রব্যমুল্যের যে দাম তাতে আমি হিমশিম খাচ্ছি। স্বস্তির বিষয় হলো, বর্তমান একটু পেঁয়াজের দাম কমছে। আজকে পেঁয়াজ কিনলাম ২০ টাকা কেজিতে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের গেল ১৩ কর্মদিবসে ভারত থেকে ৮ হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।