শেয়ার বিজ ডেস্ক: তাইওয়ানকে রক্ষা করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। গত সোমবার এক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো ‘সাবধানে ও সঠিকভাবে’ পরিচালনার আহ্বান জানান। খবর: রয়টার্স।
মাও নিং বলেন, জাতিকে বিভক্ত করে এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অধিকার চীনের রয়েছে। আমরা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করতে ইচ্ছুক। বিচ্ছিন্নতার লক্ষ্যে চালিত কোনো কার্যকলাপ আমরা সহ্য করব না। বিশ্বে শুধু একটি চীন রয়েছে। তাইওয়ান চীনের অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার।
এ সময় তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে ভুল সংকেত’ না পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একই সঙ্গে তিনি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালির শান্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না করার জন্য ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন।
সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, চীনের হামলার শিকার হলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্রের বাহিনী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির কোনো পরিবর্তন হয়নি। গত রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের বাহিনী রক্ষা করবে? জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, হোয়াইট হাউস তার নীতি থেকে সরেনি।’ গত মাসেও প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘তাইওয়ানে আক্রমণ হলে সামরিক হস্তক্ষেপ করা হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী নীতি থেকে সরে আসবে না।’ বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং।
পূর্ব চীনের উপকূলে অবস্থিত স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানকে বেইজিং নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। অন্যদিকে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে তাইওয়ান। দ্বীপটি নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপড়েন চলছে ওয়াশিংটনের। চলতি মাসের শুরুতে তাইওয়ানে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে চীন হুশিয়ারি করে জানিয়েছে, অস্ত্র বিক্রি বাতিল করা না হলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, চীন ভবিষ্যতে তাইওয়ান আক্রমণ করতে পারে। তারই কৌশল তৈরি করছে তারা।