গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে (বাপার্ড) গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘জলবায়ু-সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম)’ মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মš§থ রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন ক্রিলিকের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা বিভাগ) জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি
