এসবিএসি ব্যাংক ও আইসিএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে সম্প্রতি ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা ও ব্যাংকের পরিচালক জিয়াউর রহমান জিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান ও আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি