প্রতিনিধি, হিলি : শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে। যাত্রীদের মাধ্যে সনাতন ধর্মাম্বলী লোকজনের সংখ্যা বেশি। শারদীয় দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে যাত্রী পারাপার ততই বাড়ছে। কয়েকদিন পরে যাত্রী পারাপার আরও বাড়তে পারে বলে জানান ইমিগ্রেশ কর্তৃপক্ষ।
হিলি চেকপোস্ট কয়েকজন যাত্রীরা জানান, করোনা মহামারীর কারণে গত দুই বছর ভারতে কাকা-কাকিদের সাথে একসাথে পূজো করা হয়নি। তাই এবার আর সুযোগটা হাত ছাড়া করতে চাইনা। তাই যাচ্ছি। এই বার মজা করব আমরা ভারতে গিয়ে । কারন এইবার করোনা নেই। আমাদের অনেক আনন্দ হবে।
অন্য যাত্রী রানী বলেন, ভারতের কলকাতায় আমার বাবা থাকেন । তাই আমি পূজোয় তাদের সাথে আনন্দ করতে যাচ্ছি। বহুদিন পরে আমি আমি ভারতে পুজা করব আমার কি যে ভালো লাগছে।
আরেকজন যাত্রী বলেন, আমি আমার ভাইকে নিয়ে ২ মাস ভারতে ছিলাম । আজকে আসলাম ভারত থেকে পুজা উপলক্ষে । তাছাড়া বাংলাদেশে আসছেন পুজোর পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে।
হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, সনাতন ধর্মাম্বলীদের বড় ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সম্প্রতি হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বেড়ে গেছে। গত মাসে এই রুট দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জন যাতায়াত করলেও এখন সেই সংখ্যা প্রায় ৫০০ শ দাঁড়িয়েছে। দূর্গাপুজার কারণে যাত্রী পারাপার আরও বাড়তে পারে বলে জানান তিনি।