ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘সঞ্চয়ে সমৃদ্ধি নিরাপদ আগামী’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান ক্যাম্পেইন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমডি মুহাম্মদ কায়সার আলী। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মাকসুদুর রহমান। বিজ্ঞপ্তি