সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ষষ্ঠ পর্যালোচনা সভা গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক এবিএম রুহুল আজাদ, একেএম কামরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ, ডিজিএম নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
