প্রতিনিধি, শেরপুর : শেরপুর জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্রে করে জেলা আওয়ামীলীগের সমর্থিত সাধারণ সম্পাদক চন্দর কুমার পালের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমানকে দল থেকে অব্যহতি দেওয়াকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান।
এসময় রুমান তার লিখিত বক্তব্যে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এজেন্ডা বিহীন নির্বাচনী প্রচারনা সভায় আমাকে দল থেকে অব্যহতি দেয়। যা দলীয় পরিপন্থী। সেইসাথে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং দলের সভাপতিও একজন মুক্তিযোদ্ধা হয়েও একজন রাজাকার পুত্র যিনি দলের দপ্তর সম্পাদক তার সাক্ষরে আমাকে অব্যহতি পত্র দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি সরকারের দায়িত্বপ্রাপ্ত হুইপ হয়েও জেলা পরিষদের নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা নির্বাচনী আচরন বিধি পরিপন্থী।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার কামাল, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সংবাদ সম্মেলনের বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দলীয় সমর্থিত প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল জানায়, জেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান আতিকের সভাপতিত্বে নির্বাহী সভার সংখ্যা গরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত কোন গঠনতন্ত্র বিরোধী হয় না এবং এলাকায় তার প্রভাব বিস্তারের কোন প্রশ্নই আসে না।