প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকাডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ৬৯ জনের পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী এবং পঞ্চগড় রেড ক্রিসেন্টের দেয়া ৫ হাজার টাকা করে তুলে দেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
জেলার ডিসি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। এ সময় বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগের কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, পঞ্চগড়ের পুলিশ সুপার ইউসুফ আলীসহ স্থানীয় নেতারা।