সিএনএনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মামলা

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন সংবামাধ্যম সিএনএনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী এই সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে ৪৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানির অভিযোগ আনা হয়েছে। মামলাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেন এমন আশঙ্কায় সিএনএন তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর প্রচারণা চালাচ্ছে। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ পাতার অভিযোগপত্রে ‘বিশ্বস্ত সংবাদের উৎস’ হিসেবে নিজেদের বিপুল প্রভাব কাজে লাগিয়ে সিএনএন দর্শক ও পাঠকদের প্রভাবিত করছে, যাতে ট্রাম্পকে রাজনৈতিকভাবে হারিয়ে দেয়া যায়। সিএনএন বামপন্থি দলের সুবিধার পাল্লা ভারী করতে ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ান দালাল’, ‘বিদ্রোহী’, ‘হিটলার’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে অনবরত কলঙ্কজনক, মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশ করছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ‘আগামী সপ্তাহ এবং মাসগুলোতে’ অন্য বড় মিডিয়া সংস্থাগুলোর বিরুদ্ধেও মামলা করবেন; এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ক্যাপিটলে হামলার তদন্তকারী কংগ্রেসনাল কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন।