নিবন্ধন আর রিটার্ন বাড়াতে ব্যবসায়ীদের ‘দ্বারে’ যাচ্ছে ভ্যাট ঢাকা পূর্ব

## নরসিংদী, সূত্রাপুর, শ্যামপুর ও ডেমরা বিভাগে করা হচ্ছে ভ্যাট মেলা

## নিবন্ধন বাড়াতে মার্কেটে মার্কেটে বসানো হয়েছে ভ্যাট বুথ, হেল্প ডেস্ক

## এনবিআরের চেয়ারম্যান মহোদয় আবু হেনা মো. রহমাতুল মুনিম ও সদস্য ড. মইনুল খানের নির্দেশনায় দেয়া হচ্ছে ভ্যাট সেবা

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট নিবন্ধন আর রিটার্ন বাড়লে বাড়বে ভ্যাটের আওতা, বাড়বে রাজস্ব। ভ্যাট সেবা সহজে ব্যবসায়ীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সহজ মাধ্যম ভ্যাট মেলা। ভ্যাট মেলায় এক ছাতার নিচে মেলে ভ্যাট সংক্রান্ত সব সেবা। সেই সেবা ব্যবসায়ীদের দ্বারে দ্বারে নিয়ে যাচ্ছে ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেট।

নিবন্ধন আর রিটার্ন বাড়িয়ে রাজস্ব বাড়াতে কমিশনারেটের আওতাধীন চারটি বিভাগে করা হচ্ছে ভ্যাট মেলা। মার্কেটে মার্কেটে স্থাপন করা হয়েছে ভ্যাট বুথ ও হেল্প ডেস্ক। ‘শতভাগ ভ্যাট নিবন্ধিত এলাকা ঘোষণা’-এনবিআরের এই নির্দেশনা বাস্তবায়নে করা হচ্ছে এই ভ্যাট মেলা। মেলায় ব্যবসায়ীরা অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। এই মেলার মাধ্যমে ভ্যাটযোগ্য প্রতিটি ব্যবসায়ী ভ্যাটের আওতায় আসবে বলে প্রত্যাশা করছেন কমিশনারেটের কর্মকর্তারা।

এনবিআর সূত্রমতে, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের চার বছর পার হয়েছে। কিন্তু এখনো নিবন্ধন আওতার বাইরে বহু নিবন্ধনযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান। এটি কোনভাবেই কাঙ্ক্ষিত নয় বলে মনে করে এনবিআর। সেজন্য প্রতিটি ভ্যাটযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এই নির্দেশনা বাস্তবায়নে কমিশনারেটগুলোকে তদারকি করছেন সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। ‘শতভাগ ভ্যাট নিবন্ধিত এলাকা ঘোষণা’ করতে তিনি কমিশনারেটগুলোকে বার্তা দিয়েছেন। কমিশনারেটগুলো সেই আলোকে নিবন্ধন ও রিটার্ন বাড়াতে ভ্যাট মেলা, ভ্যাট বুথ স্থাপনের কাজ করছেন।

ঢাকা পূর্ব কমিশনারেট এনবিআরের ‘শতভাগ ভ্যাট নিবন্ধিত এলাকা ঘোষণার’ নির্দেশনার আলোকে কমিশনার তাসমিনা হোসেনের নির্দেশনায় চলতি মাসের মধ্যে শতভাগ মূসক নিবন্ধনযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনয়ন, প্রতিষ্ঠানসমূহকে মূসক আইন পরিপালন ও ইএফডি/এসডিসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চারটি বিভাগে (নরসিংদী, সূত্রাপুর, শ্যামপুর ও ডেমরা) পৃথক ভ্যাট মেলার আয়োজন করছে। মেলার অংশ হিসেবে চারটি বিভাগের আওতাধীন মার্কেটে মার্কেটে ভ্যাট বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ভ্যাট মেলা সফল ও সেবা ব্যবসায়ীদের দ্বারে পৌঁছে দিতে এসব মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে করছেন মতবিনিময় সভা। মেলা সফল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করছেন, পাশাপাশি ব্যবসায়ীরা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানা গেছে।

ভ্যাট পূর্বের সূত্রমতে, ১১ অক্টোবর সূত্রাপুর ও শ্যামপুর বিভাগের যৌথ উদ্যোগে অফিস কম্পাউন্ডের খোলা জায়গায় ১১ -১৩ অক্টোবর পযর্ন্ত তিন দিনব্যাপী ভ্যাট মেলার উদ্বোধন করেন কমিশনার মিজ তাসমিনা হোসেন। এই দুই বিভাগের অধিক্ষেত্রাধীন ব্যবসা প্রতিষ্ঠানসমূহের শতভাগ ভ্যাট নিবন্ধন নিশ্চিত করতে এই মেলার আয়োজন করা হয়। 

কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, নবাবপুর ইলেকট্রিক মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়। ব্যবসায়ীরা নিবন্ধন, রিটার্ন দাখিল ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ডেমরা বিভাগের টিকাটুলি সার্কেল আয়োজিত রাজধানী সুপার মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীরা এই বুথ থেকে সেবা গ্রহণ করছেন এবং এই ধরনের আয়োজনের জন্য এনবিআরকে ধন্যবাদ জানিয়েছে।

ক্লকওয়াইজ ছবি-১. ভ্যাট হেল্পডেস্ক, নবাবপুর ইলেকট্রিক মার্কেট, সূত্রাপুর। ছবি-২. ভ্যাট বুথ, শ্যামপুর ভ্যাট বিভাগ। ছবি-৩. ভ্যাট বুথ, ডেমরা ভ্যাট বিভাগ। ছবি-৪. ভ্যাট বুথ, ইনডেক্স প্লাজা, নরসিংদী ভ্যাট বিভাগ।

অপরদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, নরসিংদী বিভাগ, নরসিংদী এর অধিক্ষেত্রাধীন নরসিংদী সার্কেলের আওতাধীন ইনডেক্স প্লাজার ব্যবসায়িক সমিতির প্রতিনিধিদের সঙ্গে ১ অক্টোবর মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এ দপ্তরের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।

নরসিংদী ভ্যাট বিভাগ এবং এর অধীনস্থ চারটি সার্কেল অফিসে গত ১০ অক্টোবর হতে একযোগে ভ্যাট মেলা শুরু হয়েছে, যা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। চলতি মাসের মধ্যে শতভাগ মূসক নিবন্ধনযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনয়ন, প্রতিষ্ঠানসমূহকে মূসক আইন পরিপালন ও ইএফডি/এসডিসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ভ্যাট মেলার আয়োজন করা হয়েছে৷

ভ্যাট মেলায় দেখা গেছে, মেলায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। মেলার বিষয়ে নরসিংদী বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল হক জানিয়েছেন, শতভাগ ভ্যাট নিবন্ধিত এলাকা ঘোষণার পাশাপাশি নতুন নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠান চিহ্নিত করণের বিশেষ জরিপ কার্যক্রম গ্রহণও চলমান রয়েছে বলে জানান তিনি।

###