পঞ্চগড় জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ৬৩তম শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া রোডের অফিস অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অফিসটি উদ্বোধন করেন। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন ও পঞ্চগড়ের ডিসি মো. জহুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
