প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে গর্তের পানিতে পড়ে জুনায়েদ হোসেন নামে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। জুনায়েদ ঐ গ্রামের শরিফুল ইসলামের ছেলে। রোববার দুপুরে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানায়, সকালে শিশুটি বাড়ীর ভিতরে খেলা করছিল। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন তাকে বাড়ীতে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে। কোথাও না পেলে সন্দেহ হলে বাড়ীর পার্শবর্তী গর্তে নেমে খোঁজা খুঁজির এক পর্যয়ে বেলা ১২টার দিকে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে।
শরিফুল ইসলামের প্রতিবেশি রবিউল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে সে বাড়ীতে খেলতে খেলতে কোন এক সময় বাড়ীর পাশের গর্তের নিকট গেলে অসাবধানতা বসত পানিতে পড়ে সে মারা গেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি শুনেছি দামুড়হুদা চন্দ্রবাস গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি । সেখানে লোক পাঠানো হয়েছে।