ওয়াটারএইড আয়োজিত এক গোলটেবিল বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে জলবায়ু এবং পানি খাতের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিরা পানি ও ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিনের (ওয়াশ) ওপর জলবায়ুর পরিবর্তন প্রভাব মোকাবিলায় যথাযথ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিইজিআইএসের ব্যবস্থাপনা পরিচালক মালিক ফিদা, পিকেএসএফের ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, ওয়াটারএইডের পরিচালক পার্থ হেফাজ সেখ, ওয়াটারএইডের সিনিয়র অ্যাভডোকেসি অফিসার আদনান ইবনে আবদুল কাদের, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি
