শেয়ার বিজ ডেস্ক: জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী মধ্যবর্তী সময়ের প্রতিরক্ষা কর্মসূচির জন্য খরচ হবে প্রায় ৪৮ লাখ কোটি ইয়েন বা প্রায় ৩২ হাজার ৫০০ কোটি ডলার। খবর: এনএইচকে।
পাঁচ বছর মেয়াদে প্রতিরক্ষা খাতের উন্নয়নে এ অর্থ খরচ করা হবে। প্রতিরক্ষা খাতে নিজেদের সামর্থ্য জোরদার করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে কিশিদা সরকার।
মধ্যবর্তী সময়ের কর্মসূচিসহ প্রধান তিনটি প্রতিরক্ষা কার্যক্রম চলতি বছর শেষ হবে। এর আগেই কর্মসূচি সংশোধন করে নিতে কাজ করছে সরকার।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা ২০২৩ অর্থবছর শুরু হওয়ার সময়, অর্থাৎ আগামী বছরের এপ্রিল থেকে মধ্যবর্তী কর্মসূচির জন্য খরচের হিসাব করে ফেলেছেন। ২০১৯ অর্থবছরে শুরু হওয়া প্রতিরক্ষা কর্মসূচির তুলনায় আসছে মধ্যবর্তী কর্মসূচির খরচ প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি।
দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত খরচ মেটানোর জন্য স্থিতিশীল আর্থিক সক্ষমতা প্রয়োজন।
বিশ্লেষকদের ধারণা, দক্ষিণ-পশ্চিমে কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীনের ক্রমবর্ধমান সমুদ্র তৎপরতার জবাব দিতে চায় জাপান। এজন্য নতুন যুদ্ধ সরঞ্জাম সংগ্রহে বাজেটের এক বড় অংশ ব্যয় করতে চায় দেশটি।