ডেঙ্গু-আক্রান্ত শিক্ষার্থীদের পরীক্ষা আলাদা ব্যবস্থায়

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আজ শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এছাড়া পরীক্ষা চলাকালে লোডশেডিং যেন না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কভিড ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে সাত মাস পর এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। এবারের পরীক্ষায় ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে।

এমন সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর চাপ ক্রমেই বাড়ছে। চলতি বছর ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ৪১ হাজার ৪৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৬২ জন মারা গেছেন। এর মধ্যে গত অক্টোবরে রেকর্ড ২১ হাজার ৯৩২ রোগী ভর্তি এবং ৮৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নভেম্বরের প্রথম চার দিনে তিন হাজার ৪৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২১ জন।

এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু-আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে। আর ডেঙ্গু রোগী যদি থাকে, তাকে আলাদা করে পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, পরীক্ষা চলাকালে লোডশেডিং যেন না হয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। জেনারেটর কেনার মতো সামর্থ্য অনেক কেন্দ্রের নেই। এখন আমি হঠাৎ বললেও হবে না। তাই আমরা বিদ্যুৎ বিভাগকেই বলেছি, পরীক্ষার সময়টায় লোডশেডিং যেন না হয়।