সপ্তাহ না পেরোতেই ওয়াল স্ট্রিটে বিপাকে তাইওয়ানের ভার্চুয়াল ব্র্যান্ড

শেয়ার বিজ ডেস্ক: তাইওয়ানের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পারফেক্ট করপোরেশন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি কঠিন সময় দেখেছেÑতাদের শেয়ারদরের পতন ঘটেছে ৪৬ শতাংশ। খবর: সিএনএন।

পারফেক্ট করপোরেশনের মাধ্যমে ক্রেতারা ভার্চুয়ালি মেকআপ পণ্য বা স্বর্ণালংকার ব্র্যান্ড, যেমন এস্টি লাউডার, এলভিএমএই ও শিসেইডো কিনতে পারেন। প্রতিষ্ঠানটি গত সপ্তাহে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর এর শেয়ারদর পড়েছে ৪০ শতাংশ।

সৌন্দর্য ও ফ্যাশন ব্র্যান্ড বাজারজাত করছে পারফেক্ট করপোরেশন। এজন্য অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি ক্রেতাদের কেনার আগে পণ্য সম্পর্কে ধারণা দেয়।

প্রসঙ্গত, ভার্চুয়াল ও বাস্তব জগতের ব্যবধান কমিয়ে দিচ্ছে এআর ও এআই। এআর প্রযুক্তি মানুষের কল্পনা ও বাস্তবকে যুক্ত করে দিয়েছে। অনেকের মতে, এআর হলো বাস্তব জগতের বর্ধিত সংস্করণ। মূলত এ প্রযুক্তিতে বাস্তবতার সঙ্গে কম্পিউটার পরিচালিত ডিজিটাল উপাদান যুক্ত হয়। এতে আশপাশের বাস্তব পরিস্থিতি হয়ে ওঠে তথ্যবহুল ও বহুমাত্রিক। এগুলো এখন আর বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। এ কারণে প্রযুক্তি গবেষক, বড় শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ব্যবহারকারী সবাই এসব প্রযুক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে। তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান পারফেক্ট করপোরেশনও এ পথে হাঁটছে।

প্রভিডেন্ট অ্যাকুইজিশন করপোরেশন নামে একটি স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানির (এসপিএসি) সঙ্গে একীভূত হওয়ার পর পারফেক্ট করপোরেশনের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারে। ওয়াল স্ট্রিটে তালিকাভুক্ত হওয়ার কয়েক দিন আগে একীভূত হয় পারফেক্ট করপোরেশন। গত সোমবার পুঁজিবাজারে ‘পিইআরএফ’ ট্রেডিং কোড নাম দিয়ে এ যৌথ ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়। ১৫ দশমিক ৮০ ডলার দিয়ে লেনদেন শুরু করার পর প্রথম কার্যদিবসে এর শেয়ারদর কমে ৪৬ শতাংশ।

ডেটা সরবরাহকারী রেফিনিটিভ ইকন জানিয়েছে, গত পাঁচ দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের পতন ঘটে প্রায় ১৪ শতাংশ।

উল্লেখ্য, এসপিএসি মূলত অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষ এক ধরনের প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। কোনো একটি প্রতিষ্ঠান অধিগ্রহণের উদ্দেশ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহ করতে ব্যবহƒত হয়। কয়েক দশক ধরে এসপিএসি প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব থাকলেও বিগত কয়েক বছর ধরে তা তুমুল জনপ্রিয় হয়েছে।

ওয়েডবুশ সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিনিয়র ইক্যুইটি অ্যানালিস্ট বলেন, বিনিয়োগকারীরা সম্ভবত পারফেক্ট করপোরেশনে বিনিয়োগ নিয়ে সতর্ক। কারণ পুঁজিবাজার বেশ অস্থির, এখানে তাইওয়ানের এআর প্রতিষ্ঠান নিয়ে বিনিয়োগকারীদের মনে শঙ্কা কাজ করছে। পুঁজিবাজারে প্রযুক্তি খাতের অবস্থান বেশ দুর্বল এবং এর সঙ্গে ভূরাজনৈতিক বিষয় যুক্ত হওয়ায় তাদের মনে শঙ্কা দেখা দিয়েছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। তাই এর নিয়ন্ত্রণ নিতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। অপরদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তাইওয়ানের বেশিরভাগ বাসিন্দা নিজেদের তাইওয়ানি হিসেবে পরিচয় দেন। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের ভাষ্যমতে, চীনের সঙ্গে তাইওয়ানের ‘একত্রকরণ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে। এমনকি লক্ষ্য পূরণে সামরিক শক্তি খাটানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর এ আশঙ্কা আরও বেড়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।

তাইওয়ানের প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রবেশ প্রসঙ্গে এর প্রতিষ্ঠাতা ও সিইও এলিস চ্যাং এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তাদের বেশিরভাগ গ্রাহক যুক্তরাষ্ট্রের। ভিডিও বার্তার সময় তাকে ‘ডিজিটাল মেকআপ’ ও ‘ভার্চুয়াল কানের দুল’ পরে থাকতে দেখা যায়। চ্যাং ২০১৫ সালে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান সাইবারলিংকের একটি ইউনিট হিসেবে পারফেক্ট করপোরেশন চালু করেন। প্রতিষ্ঠানটির শাখা রয়েছে নিউইয়র্ক, প্যারিস, টোকিও ও সাংহাইয়ে এবং তাদের প্রায় ৪৫০টি ব্র্যান্ড রয়েছে।