প্রতিনিধি, ঠাকুরগাঁও : আসন্ন শীত মৌসুমে “টমেটো ও বেগুনের ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ সনাক্তকরণ ও দমন ব্যবস্থাপনা” শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষণ কেন্দ্রে বারি’র সংশ্লিষ্ট প্রকল্পের পিআই ড. মাফরুহা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনিন।
প্রশিক্ষণে সারা বছর জুড়ে ফলন হয় বাংলাদেশের এমন দুইটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন সবজি টমেটো ও বেগুন চাষের পক্ষে মারাত্মক অন্তরায় ব্যাকটোরিয়াজনিত ঢলে পড়া রোগের কারণ, রোগ সনাক্তকরণ এবং এক্ষেত্রে চাষীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী ৩০ কৃষাণ কৃষাণী এ প্রশ্নে তাদের সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে সমস্যার সমাধানগুলো মনোযোগসহ শোনেন এবং এ সংক্রান্ত প্রশিক্ষণ লাভ করেন।