চীনে ফের কভিড সংক্রমণের রেকর্ড

শেয়ার বিজ ডেস্ক : চীনে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক কভিড-১৯ রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বিদেশ থেকে আসা রোগী বাদ দিয়ে বৃহস্পতিবার চীনে স্থানীয়ভাবে সংক্রমিত ৩২ হাজার ৬৯৫ জনের দেহে কভিড শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪৪ জন। গতকাল শুক্রবার চীনের কর্তৃপক্ষ সংক্রমণের নতুন রেকর্ডের খবর জানায়। খবর: রয়টার্স।

গত মধ্য এপ্রিলে যে পরিমাণ দৈনিক করোনা রোগী শনাক্ত হয়েছিল, বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। একই সঙ্গে দেশটির বাণিজ্যিক হাব সাংহাইয়ের আড়াই লাখ বাসিন্দা লকডাউনের আওতায় রয়েছে দুই মাস ধরে। বেইজিংয়ে বন্ধ রয়েছে স্কুল।

কভিড সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় দেশটির বৃহত্তর শহর গুয়াংজুকে লকডাউনের আওতায় আনা হয়েছে। অর্থনৈতিক উৎপাদন ও বাণিজ্যিক দিক থেকে দেশটির চতুর্থ বড় শহর গুয়াংজু গুয়াংডং প্রদেশের রাজধানী। দক্ষিণ-পশ্চিমের চংকিংসহ চেংদু, জিনান, লংঝও, জিয়ান ও উহানেও সংক্রমণের খবর পাওয়া গেছে। এ ছাড়া শিজিয়াজুংয়াংয়ে আগের দিনের চেয়ে বৃহস্পতিবার করোনা শনাক্তের হার চারগুণ বেড়ে গেছে এবং আক্রান্ত হয়েছে তিন হাজার ১৯৭ জন।

বেইজিং কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে বৃহস্পতিবার ৪২৪ জনের করোনা উপসর্গ ধরা পড়ে এবং উপসর্গহীন রোগী শনাক্ত হয় এক হাজার ৪৩৬ জন। এক দিন আগে সেখানে ৫০৯ জনের করোনা উপসর্গ ধরা পড়ে এবং উপসর্গহীন রোগী শনাক্ত হয় এক হাজার ১৩৯ জন।

বাণিজ্যিক হাব সাংহাইয়ের স্থানীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ প্রদেশে যত করোনা রোগী শনাক্ত হয়, তাদের মধ্যে ৯ জনের উপসর্গ ধরা পড়ে এবং উপসর্গহীন ছিল ৭৭ জন। অথচ এক দিন আগে সেখানে ৯ জনের করোনা উপসর্গ দেখা দেয় এবং ৫৮ জন ছিল উপসর্গহীন।
গুয়াংজুতে এক কোটি ৯০ লাখ মানুষের বসবাস। সেখানে বৃহস্পতিবার করোনা উপসর্গ ধরা পড়ে ২৫৭ জনের এবং উপসর্গহীন রোগী শনাক্ত হয় সাত হাজার ২৬৭ জন। এর আগের দিন যেখানে করোনা উপসর্গ ধরা পড়ে ৪২৮ জনের এবং উপসর্গহীন রোগী শনাক্ত হয় সাত হাজার ১৯২ জন।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই বিশ্বে ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস।