মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের এই দুই নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়।

বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে এবং একই সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।”

তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।