জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইকিউএসির আয়োজনে গতকাল ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও সেবা প্রদান প্রতিশ্রুতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম কর্মশালা উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে উপাচার্য সেবা প্রদান ও সেবা গ্রহণকারী, উভয়ের পাস্পরিক সহযোগিতা ও সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, সেবা প্রদানকারীদের সামর্থ্য বৃদ্ধি ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ। অনুষ্ঠান পরিচালনা করেন এপিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট লুৎফর রহমান আরিফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।