সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পক্ষ থেকে ১৮ ডিসেম্বর দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম হালিশহর শাখায় উপস্থিত থেকে পাঁচ শতাধিক দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মো. সোহেল, হালিশহর শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেনসহ শাখার কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
