ঘুষ এড়াতে অনলাইনে ট্যাক্স দেয়ার আহ্বান ডিএনসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক: অসৎ কর্মকর্তাদের হয়রানি ও ঘুষ এড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকদের করপোরেশনের কার্যালয়ে গিয়ে হোল্ডিং ট্যাক্স না দেয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ ধরনের ট্যাক্স অনলাইনে পরিশোধের আহ্বান জানান মেয়র। গতকাল গুলশানে ‘শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ট্যাক্স পরিশোধের বিষয়ে অনলাইনে বিস্তারিত দেয়া আছেÑউল্লেখ করে মেয়র আতিক বলেন, ‘হোল্ডিং ট্যাক্স দিতে কেউ সিটি করপোরেশনে যাবেন না। কারণ সব জায়গার মতো সিটি করপোরেশনেও কিছু অসৎ ব্যক্তি আছে। তারা সাধারণ জনগণকে দেখিয়ে দেয় আকাশের যত তারা সিটি করপোরেশনের তত ধারা। ট্যাক্স পরিশোধ করাটাই কঠিন হিসেবে তারা মানুষকে দেখায়। এর ফলে তারা অবৈধ সুবিধা নেয়। এ কারণে সেই ভোগান্তির মধ্যে না গিয়ে আপনারা অনলাইনে সিটি করপোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন। অনলাইনে সবকিছু দেয়া আছে। সেখান থেকেই আপনার ট্যাক্স দেয়া বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।’

তিনি বলেন, ‘ট্রেড লাইসেন্সও আমরা অনলাইনের মাধ্যমে দিতে শুরু করেছি। কত ভোগান্তি একটা ট্রেড লাইসেন্স আনতে গেলে। নাগরিক সেবা দেয়ার উদ্যোগ থেকে এই ভোগান্তি আমরা চাই না। ভোগান্তিহীনভাবে যেন নাগরিকরা সব ধরনের কাজ করতে পারেন সেই ব্যবস্থার লক্ষ্যেই আমরা অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার করছি। পাশাপাশি যারা নিজ বাড়িতে রেইন হার্ভেস্টিং করবেন তাদের ১০ শতাংশ ছাড় দেবে ডিএনসিসি। এছাড়া যারা কার্যকর ছাদবাগান করবেন অর্থাৎ যাদের ছাদ বাগানে মশা জš§াবে না, সঠিকভাবে পরিচর্যা করবেন ডিএনসিসি তাদের জন্য ছাড় দেবে।’

ডিএনসিসি মেয়র জানান, আগামী ৪ জানুয়ারি তারা গুলশান, বনানী ও বারিধারা লেকে বাসাবাড়ির পয়োবর্জ্য সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করবেন।

তিনি বলেন, ‘অভিজাত এলাকায় অভিজাত শ্রেণির মানুষরাই তাদের বাড়ির পয়োবর্জ্যরে লাইন সরাসরি যুক্ত করে দিয়েছেন লেকে। এসব এলাকায় যাদের অবৈধভাবে লাইন দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে আগামী ৪ জানুয়ারি থেকে আমরা অভিযান শুরু করব।’

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, স্থানীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ।

উল্লেখ্য, মহান স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএনসিসির উদ্যোগে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’।