শেয়ার বিজ ডেস্ক: ভারতে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত হয়েছেন। গতকার শুক্রবার সকালে সিকিমের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। খবর: এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনী বলছে, শুক্রবার সকালে চাটেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়িবহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষè বাঁক ঘোরার সময় ট্রাকটি খাড়া ঢালে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত চার সেনাকে আকাশপথে সরিয়ে নেয়া হয়। এমন অপূরণীয় ক্ষতির মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটে বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তাদের সেবা ও প্রতিশ্রুতির কারণে জাতি কৃতজ্ঞ। শোকাহত পরিবাগুলোর প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে রয়েছেন চার পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিক। গতকাল ইসলামাবাদের আই-১০/৪ সেক্টরে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
পুলিশের উপ-মহাপরিদর্শক সোহেল জাফর চট্টা জানিয়েছেন, পুলিশ ইসলামাবাদের ওই এলাকায় সকাল ১০টা ১৫ মিনিটে একজন পুরুষ ও একজন নারীসহ একটি ‘সন্দেহজনক গাড়ি’ দেখতে পায়।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমনের সঙ্গে ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পরে পুলিশ গাড়ি থামালে ওই দুজন গাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশি তল্লাশির সময় অজুহাত দেখিয়ে ওই দুজনের একজন গাড়ির ভেতরে যায় এবং এরপর বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।’
চাট্টা বলেন, বিস্ফোরণে ঈগল স্কোয়াডের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অপর চার কর্মকর্তা আহত হয়েছেন। তিনি ‘ইসলামাবাদকে হামলার শিকার হওয়া থেকে বাঁচানোর’ জন্য পুলিশের প্রশংসা করেন।