শেয়ার বিজ ডেস্ক: ইসরাইলে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে জানিয়েছেন, ‘তার নেতৃত্বধীন জোট সরকার গঠন করেছে। ফলে ৭৪ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠিত হতে যাচ্ছে।
এর আগে গত ১১ নভেম্বর ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সব দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর নাম ঘোষণা করা হয়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, নেসেটের ১২০ সদস্যর মধ্যে ৬৪ সদস্য লিকুদ পার্টির প্রধান বেনিয়ামিনকে সমর্থন দিয়েছেন। আর বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ পান মাত্র ২৮ জনের সমর্থন।
এদিকে গতকাল শুক্রবার নিকুদ পার্টির এক জ্যেষ্ঠ নেতা বলেন, জোটের চাপ থাকা সত্ত্বেও পার্লামেন্টে ‘কোনো আইন’ পরিবর্তন করবেন না নেতানিয়াহু।
গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ১৫ বছর ক্ষমতায় ছিলেন নেতানিয়াহু। ১ নভেম্বর নির্বাচনের পর সরকার গঠনে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছিলেন তিনি। অবশেষে সময়সীমা শেষ হওয়ার আগেই সরকার গঠনে সমর্থ হলেন তিনি।
এতে বলা হয়, ইসরাইলের নতুন জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোটই ইসরাইলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে কট্টর ডানপন্থি রিলিজিয়াস জায়নিজম পার্টির প্রধান ইতামার বেন গভির সঙ্গে। গভিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে হচ্ছে।
নেতানিয়াহুর জোটে আরও দুই শরিক আছে, যারা কট্টর ডানপন্থি।
ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার গঠনের নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে নেতানিয়াহুকে সরকার গঠন ও জোটসঙ্গীদের বিষয়ে জানাতে হতো। বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে নতুন সরকার গঠনের কথা জানানো হয়।
ইসরাইলের নতুন সরকারেরপ্রধান থাকছেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।
কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহু ডানপন্থি দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। শেষ পর্যন্ত তিনি সময়সীমার মধ্যে আলোচনা শেষ করতে পেরেছেন।