সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহের শেষ কার্যদিবসের মতো গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ কমে ছয় হাজার ১৯২ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে এক হাজার ৩৫২ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে দুই হাজার ১৯১ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৮৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি এক লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৪ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫৩৫টি শেয়ার এক লাখ ২৭ হাজার ৬৬০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ১৯ কোটি ২৬ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৪ কোটি ৭৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১১ কোটি ৩৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ কোটি ১০ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১০ কোটি, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ৪৫ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৯ কোটি ৩৯ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৮ দশমিক ১২ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের ৭ দশমিক ৮৬ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৭ দশমিক ২৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩ দশমিক ৯৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৬৯ দশমিক ৮১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩০৬ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ছিল ৮১টির দর। গতকাল সিএসইতে মোট ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে হয়েছিল ৩ কোটি ৪৪ লাখ টাকা।