দেশের বিভিন্ন অঞ্চলের গৃহহীন মানুষের জমিসহ ঘর উপহার এবং অসহায় গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ প্রকল্প ‘আশ্রয়ণ প্রকল্প ২’-এর আওতায় আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড চার কোটি টাকা অনুদান প্রদান করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির অনুদানের চার কোটি টাকার চেক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি
