চার শতাংশ হারে বিনিয়োগ সুবিধা দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক

দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে। তহবিলের আওতায় ৪ শতাংশ হারে বিনিয়োগ সুবিধা দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি