পবিপ্রবিতে দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

প্রতিনিধি, পবিপ্রবি: প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেয়াসহ ছয় দফা দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. ওয়াজকুরুনী, সাবেক সভাপতি আরিফ আহম্মেদ জুয়েল, মিজানুর রহমান টমাস প্রমুখ।