শেয়ার বিজ ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকার জন্য ছয় মাসের পর্যটক ভিসার জন্য আবেদন করেছেন। গত সোমবার বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেক্সান্দ্রের এক ই-মেইল বিবৃতিতে এ তথ্য জানা গেছে। খবর: রয়টার্স।
বলসোনারোকে দেয়া যেকোনো ভিসা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর যখন চাপ জোরালো হচ্ছে, তখনই এমন আবেদন করা হলো।
বলসোনারোর আইনজীবী ফেলিপ বলেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের আবেদনপত্রটি গ্রহণ করেছে। আবেদনটি নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত বলসোনারো যুক্তরাষ্ট্রে থাকবেন।
রয়টার্সের পাঠানো এক ই-মেইলের জবাবে আলেক্সান্দ্রে বলেন, বলসোনারো কিছুটা সময় বিরতি নেবেন, মাথা ঠাণ্ডা রাখবেন এবং কয়েক মাস যুক্তরাষ্ট্রে পর্যটক হিসেবে থাকবেন। এরপর তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তিনি ছয় মাসের পুরোটা ব্যবহার করবেন কি না, তা তার ওপর নির্ভর করছে। তিনি তার পরিকল্পনা ঠিক করলে আমরা সে অনুযায়ীই কৌশল নির্ধারণ করব।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনেও বলা হয়, বলসোনারো একটি পর্যটক ভিসার জন্য আবেদন করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় ভিসা রেকর্ডগুলো খুব গোপনীয়। ব্যক্তিগত ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিস্তারিত আলোচনা করতে পারে না।
ব্রাজিলে গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা জয় পান। চলতি বছরের ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর দুই দিন আগে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান। এরপর লুলা দা সিলভা দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজয় মেনে নিতে পারেননি বলসোনারোর সমর্থকরা। তাদের অভিযোগ, কারচুপির মাধ্যমে বলসোনারোকে হারানো হয়েছে। এজন্য তারা সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গত রোববার ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাণ্ডব চালান বলসোনারোর সমর্থকেরা। এ ঘটনায় দেশে-বিদেশে কড়া সমালোচনায় পড়েন ডানপন্থী সাবেক এ প্রেসিডেন্ট।