ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যন মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্যরাসহ শেয়ারহোল্ডাররা অনলাইনে সংযুক্ত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ আলী খোকন। সভায় ২০২১-২২ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত হয় এবং ২০২১-২২ অর্থবছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। বিজ্ঞপ্তি