প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) শহরের কুন্দল কলেজপাড়াস্থ বিদ্যালয় মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. কামরুন্নাহার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়।
এতে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য মো. হামিদুর রহমান ও মোছা. সাবিনা বেগম,বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান, দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. তুবা প্রমূখ বক্তব্য দেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২১টি ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ে চলতি ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সায়মা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের বঙ্গবন্ধু বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারথী রাণী, আমন্ত্রিত অতিথি, সুধীজন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।