ভারতে বিবিসির কার্যালয়ে শেষ হলো তল্লাশি

শেয়ার বিজ ডেস্ক : ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তাদের ৬০ ঘণ্টার তল্লাশি শেষ হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় বৃহস্পতিবার রাতে। খবর এনডিটিভির।

টানা তিন দিনের এই তল্লাশিতে ভারতের ইনকাম ট্যাক্স বিভাগের কর্মকর্তারা বিবিসির কার্যালয়ের ডিজিটাল রেকর্ড, বিভিন্ন নথিপত্র ইত্যাদি ঘেঁটে দেখেন। দিল্লির কস্তুরবা গান্ধী মার্গে অবস্থিত বিবিসি কার্যালয়ে টানা তিন দিনের এই তল্লাশিতে বিবিসির সিনিয়র এডিটরসহ অন্তত ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তল্লাশি শেষ হলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন সম্প্রচারিত হয় গত মাসের শেষের দিকে। প্রথমটি দেখানোর পরই সরকার তা নিষিদ্ধ করে। ওই তথ্যচিত্রে ২০০২ সালের গুজরাট দাঙ্গার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নিষ্ক্রিয়তাকে’ দায়ী করা হয়েছে। এর দুই সপ্তাহ কাটতে না কাটতেই বিবিসির কার্যালয়ে তল্লাশি চালাল কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ ।

এদিকে তল্লাশি শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা চলে গেলে একটি টুইট করে বিবিসি কর্তৃপক্ষ। সেখানে লেখা হয়, ‌‘আয়কর বিভাগের কর্তারা দিল্লি এবং মুম্বাইয়ের অফিস থেকে বেরিয়ে গেছেন। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে যাব। আশা করছি, দ্রুত এর নিষ্পত্তি হয়ে যাবে।’

টুইটে আরও লেখা হয়েছে, ‘বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন সংবাদমাধ্যম। আমরা আমাদের সহকর্মী এবং সাংবাদিকদের পাশে আছি, যারা ভয় এবং পক্ষপাত ছাড়াই খবর পরিবেশন করেন।’