বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সাত মসজিদ রোড শাখা উদ্বোধন

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ১৮তম শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম। এ সময় ব্যাংকের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ। ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ীরা, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি