যশোরে পরিসংখ্যান দিবস পালিত

প্রতিনিধি, যশোর : ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’-এই প্রতিপাদ্য নিয়ে যশোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগ যশোর কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এ সময় জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ঊর্ব্বশী গোস্বামী উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

সভায় বক্তারা বলেন, জাতীয় আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন প্রকাশ করে আসছে পরিসংখ্যান অফিস। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রণীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রকৌশলপত্র প্রণয়নসহ এসডিজি অর্জনের বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ুু পরিবর্তন, সমাজ কর্মসংস্থান, আইসিটি ব্যবহার পরিসংখ্যানসহ সব উন্নয়ন প্রকল্প তথ্য গতিশীল করছে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় যশোরের ৮ উপজেলার পরিসংখ্যান অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।