প্রতিনিধি, লক্ষ্মীপুর : “স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এ প্রদর্শনীর বাস্তবায়ন করেন।
এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: যোবায়ের হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়।