প্রতিনিধি, হিলি : পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত – বাংলাদেশ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ বুধবার মুসলমানদের পবিত্র শবে- বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে পুনরায় চালু থাকবে।
হিলি পানামাপোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, আজকে শবে বরাত সরকারি ছুটি থাকায় বন্দরের পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় সকল কার্যক্রম চালু হবে।