প্রতিনিধি, গাইবান্ধা: আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল শহরে শোভাযাত্রা ও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার ডিসি মো. অলিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও পৌর মেয়র মো. মতলুবর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑসিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল মাফি, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. নার্গিস আক্তার, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আশরাফুল আলম, জয়া প্রসাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার ৬ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।