নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনের মালিক দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। ওই তিনজন হলেন ভবনটির মূল মালিক মরহুম হাজী মোহাম্মদ রেজাউর রহমানের দুই ছেলে মো. ওয়াহিদুর রহমান (৪৬) ও মতিউর রহমান (৩৫) এবং ওই ভবনের একটি স্যানিটারি দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টু (৩৬)।
তাদের গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ বলেন, ‘এতবড় একটি দুর্ঘটনার দায় ভবনের মালিকসহ সংশ্লিষ্ট কেউ এড়াতে পারে না। ভবনটিতে কোনো সংস্কার হতো না, পয়ঃনিষ্কাশন নিয়মিত তদারকি হতো না, পার্কিং এলাকায় গুদাম ভাড়া দেয়ার নিষেধ থাকার পরেও দেয়া হয়েছে, ব্যবসায়ীরা জেনেও নিয়েছেন।
সংশ্লিষ্ট সংস্থার তদারকিরও অভাব পরিলক্ষিত হয়েছে।’
এসব কারণে তাদেও গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে হারুন বলেন, আরও কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে গত মঙ্গলবার বিকালে বড় ধরনের বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, তাদের মধ্যে ২৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
সাততলা এ বাণিজ্যিক ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। এক সময় তিনি ক্যাফে কুইন নামে একটি রেস্তোরাঁ খুলেছিলেন এ ভবনে, সেজন্য স্থানীয়রা ভবনটি ক্যাফে কুইন বিল্ডিং নামে চেনে।
রেজাউর অনেক দিন আগে মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর এখন তার তিন ছেলে এর মালিক। মশিউর রহমান নামে এক ছেলে দেশের বাইরে থাকেন। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ওয়াহিদুর এবং সবার ছোট মতিউর ঢাকায় থাকেন। তারাই ভবনের দেখাশোনা করেন।
বিস্ফোরণের পরদিন বুধবার দুই ভাই ওয়াহিদুর ও মতিউরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন বলেছিলেন, ‘রাজউক, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতিবেদনের ওপর নির্ভর করছে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি। তারা যদি প্রতিবেদন দেয় ভবনটি ত্রুটিপূর্ণ ছিল, ভবন মালিকদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে যে অপমৃত্যু মামলা হয়েছে, সেই মামলাটিতে ধারা পরিবর্তন হবে।’
এরপর বৃহস্ফতিবার ওয়াহিদুর ও মতিউরের সঙ্গে ব্যবসায়ী মিন্টুকেও গ্রেপ্তারের কথা জানানো হয় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।