প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম আটটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ট্রেনে মোট ৬ হাজার ১৩৬ যাত্রী পরিবহন করা যাবে। ট্রেনগুলো ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে চলাচল করতে পারবে।
শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা।
জনসভায় বিপুল লোকসমাগমের জন্য ও নেতাকর্মীদের যাতায়াতে সুবিধার্থে পূর্বাঞ্চল রেলওয়ের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্টের পক্ষে এসিওপিএস(পি)(পূর্ব) কামাল আখতার হোসেন সাক্ষরিত এক জরুরি বার্তায় এই আটটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়ার বিষয়টি জানানো হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আটটি বিশেষ ট্রেনের মধ্যে রয়েছে: স্পেশাল-১ গফরগাঁও-ময়মনসিংহ, স্পেশাল-২ নান্দাইল-ময়মনসিংহ, স্পেশাল-৩ দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, স্পেশাল-৪ নেত্রকোণো-ময়মনসিংহ, স্পেশাল-৫ এডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, স্পেশাল-৬ গৌরীপুর ময়মনসিংহ-ময়মনসিংহ, স্পেশাল-৭ ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ ও স্পেশাল-৮ জারিয়া ঝাঞ্জাইল-ময়মনসিংহ রুটে চলবে। ট্রেনগুলো ময়মনসিংহে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টার মধ্যে ঢুকে পড়বে। সমাবেশ শেষে আবার বিকেল ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে বের হয়ে যাবে।
শুধু একদিন চলবে এই ট্রেনগুলো। যদিও সিডিউলের বাইরে আটটি ট্রেন চলবে। যার ফলে ১১ মার্চ শনিবার ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১,২,৩,৪ এবং টাঙ্গাইল কমিউটার ১,২ ট্রেন গুলোর চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট মো. নাজমুল হক খান বলেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট(পূর্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি বিশেষ ট্রেন চলাচলের বিষয়টি জানানো হয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করছি। আশাকরি যাত্রীরা যথাসময়ে ময়মনসিংহে এসে পৌঁছাতে পারবে।
অপরদিকে ১১মার্চ শনিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দে চলাচলের লক্ষ্যে ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ১১ মার্চ শনিবার রাত ৮ টা পর্যন্ত সকল অটোবাইক এবং ১০ মার্চ শুক্রবার দুপুর ২ টা থেকে ১১ই মার্চ শনিবার রাত ৮ টা পর্যন্ত সকল মোটররিক্সা (মোটা চাকার রিক্সা) সিটি এলাকায় চলাচল করতে পারবে না বলে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ বিষয়ে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় নাগরিকদের স্বাচ্ছন্দে চলাচলের জন্য সকল মোটররিক্সা (মোটা চাকার রিক্সা) ও অটোরিকশা চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নে মসিকের একটি টিম নগরীতে কাজ করছে।
ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় ময়মনসিংহে যে উন্নয়ন কর্মযজ্ঞ করেছেন তাতে ময়মনসিংহ অঞ্চলের জনগণ তার প্রতি অনেক খুশি। এজন্য প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা, আগামীতে দেশ পরিচালনার বার্তাগুলো সরাসরি জনগণ শুনতে চায়। তাই প্রধানমন্ত্রীর কথা শুনতে ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দান জনসমুদ্রে পরিণত হবে। বিশেষ ৮টি ট্রেন চালু করায় জনগণের নির্বিঘ্নে চলাচল করতে অনেক বেশি সুবিধা হবে।
শনিবার ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই জনসভায় ১০ থেকে ১৫ লাখ নেতা-কর্মী-সমর্থকরা যোগদান করবেন বলে আশা করছেন আওয়ামীলীগের নেতারা।