এসভিবি-ইউকে কিনল এইচএসবিসি

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য (এসভিবি-ইউকে) শাখা মাত্র এক ব্রিটিশ পাউন্ডে (এক ডলার ২১ সেন্ট) কিনেছে এইচএসবিসি। যুক্তরাজ্য শাখাকে উদ্ধারের জন্য চুক্তিতে এ মূল্য প্রতীকী হিসেবে রাখা হয়েছে। খবর: সিএনবিসি।

গতকাল সোমবার ব্রিটিশ সরকার ও এইচএসবিসি এ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাংক অব ইংল্যান্ড ও কোষাগারের তদারকিতে এ বিক্রয় সম্পন্ন হয়েছে। গত শুক্রবার এসভিবির বিপর্যয় ঘটে। এরপর ব্রিটেনের প্রযুক্তিসহ কয়েকটি খাতের গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছে, এসভিবি-ইউকে শাখা এইচএসবিসির কাছে বিক্রি করা হয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের সহযোগিতায় এবং কোষাগারের পরামর্শে এ লেনদেন সম্পন্ন হয়েছে।

ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেন, সব গ্রাহকের আমানত নিরাপদে রয়েছে। এ চুক্তির ফলে ক্রেতাদের আমানত সুরক্ষিত হয়েছে এবং স্বাভাবিকের মতো কার্যক্রম পরিচালনা করা যাবে। সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। এত সংক্ষিপ্ত সময়ে একটি সমাধানে পৌঁছাতে পেরে আমি আনন্দিত।

পৃথক বিবৃতিতে এইচএসবিসি বলেছে, সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্যের (এসভিবি-ইউকে) ব্যবসার জন্য তারা মাত্র এক পাউন্ড পরিশোধে সম্মত হয়েছে। তবে চুক্তিতে এসভিবি-ইউকে’র মালিকানা প্রতিষ্ঠানের সম্পদ ও দায় অন্তর্ভুক্ত করা হয়নি। এইচএসবিসি প্রধান নোয়েল কুইন বলেছেন, এ ক্রয় যুক্তরাজ্যে আমাদের ব্যবসার জন্য কৌশলগতভাবে দারুণ।

এইচএসবিসি বলেছে, এসভিবি-ইউকে শাখার ঋণের পরিমাণ ৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড (৬ দশমিক ৬ বিলিয়ন বা ৬৬০ কোটি ডলার) এবং আমানতের পরিমাণ ৬ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড (৮ দশমিক ৯ বিলিয়ন বা ৮৯০ কোটি ডলার)।

প্রসঙ্গত, মূলধন সংকটের কারণে গত শুক্রবার বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের এসভিবি। স্টার্টআপের জন্য ঋণ সরবরাহ করত এ ব্যাংক। মূলত গত বুধবার এক ঘোষণায় ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। এ কারণে ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারদর ৬০ শতাংশ কমে যায়। এরপর শুক্রবার ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয়।