বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করল ইবিএইউবি

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (ইবিএইউবি) গতকাল স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম উদ্যাপন কমিটির সদস্য সচিব ও আইন বিভাগের প্রধান এসএম শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি