সোনালী ব্যাংকের উদ্যোগে জাতির জনকের জন্মবার্ষিকী উদ্যাপন

কেক কেটে ও ব্যাংক ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সকালে ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস, ২০২৩’ উদ্যাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। ১৭ মার্চের প্রথম প্রহরে দোয়া মাহফিলের মাধ্যমে জাতির পিতার জš§দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রধান অতিথি হিসেবে জাতির পিতার জš§দিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, ডিএমডিবৃন্দ, মহাব্যবস্থাপকরাসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি