নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির ধাক্কায় সানোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সানোয়ার দেওয়ান পরিবহনের বাস চালকের সহকারী ছিলেন। সকালে আজিমপুর বাসস্ট্যান্ডে এলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকায়। ঢাকায় আজিমপুর এলাকায় থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে অবহিত করেছি।