ইউক্রেনে ফসল উৎপাদন কম  হওয়ার আশঙ্কা

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে চলতি বছর ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছে দেশটির খাদ্য মন্ত্রণালয়। এ বছর দেশটির ফসল উৎপাদন পাঁচ কোটি ৩১ লাখ টন থেকে কমে চার কোটি ৪৩ লাখ টন হতে পারে। খবর: রয়টার্স।

মূলত রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে তুলনামূলক কম জমিতে ফসল চাষ করায় ইউক্রেনে ফসল উৎপাদন কমবে। গত সোমবার চলতি বছরের ফসল উৎপাদন নিয়ে মন্ত্রণালয় এ পূর্বাভাস দিয়েছে।

চলতি বছর এক কোটি ৬৬ লাখ টন গম, দুই কোটি ১৭ লাখ টন ভুট্টা ও ৪৮ লাখ টন যব উৎপন্ন হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়।

২০২২ সালে ইউক্রেন দুই কোটি পাঁচ লাখ টন গম, দুই কোটি ৫৬ লাখ টন ভুট্টা ও ৫৬ লাখ টন যব উৎপন্ন করতে পেরেছিল। এর আগের বছর ২০২১ সালে দেশটি নিজেদের জমি থেকে রেকর্ড আট কোটি ৬০ লাখ টন ফসল সংগ্রহ করেছিল।

বিশ্বে অন্যতম বৃহৎ ফসল ও তেলবীজ উৎপাদক ও রপ্তানিকারক দেশ ইউক্রেন। কিন্তু রাশিয়া দেশটির বিশাল অংশ দখল করে নেয়ার পর এবং গত মৌসুমের দ্বিতীয় ভাগে কৃষ্ণসাগরের উপকূলে অবস্থিত দেশটির একাধিক গুরুত্বপূর্ণ বন্দর অবরুদ্ধ করে রাখায় তাদের উৎপাদন ও রপ্তানি বেশ কমে যায়।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগের তুলনায় কম জমিতে ফসল বপন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ উপকরণের মূল্যবৃদ্ধির কারণে গড় ফলনে অনুমিত হ্রাস হয়েছেÑদুইয়ে মিলে সংগৃহীত ফসলের পরিমাণ কমে এসেছে। এবার ফসল চাষ কারা হয়েছে আনুমানিক এক কোটি দুই লাখ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ১৪ লাখ হেক্টর কম। গত বছরের তুলনায় আট লাখ ৩৪ হাজার হেক্টর কমে এবার শীতকালীন গম চাষ করা হয়েছে ৪১ লাখ ৭০ হাজার হেক্টর জমিতে। ভুট্টা চাষ হয়েছে ৩৬ লাখ হেক্টর জমিতে, আগের বছরের তুলনায় যা ৪ লাখ ৫১ হাজার হেক্টর কম।

চলতি মাসে ইউক্রেনের জাতীয় কৃষি বিজ্ঞান একাডেমি কম উৎপাদন ও তুলনামূলক কম জায়গায় ফসল চাষ হওয়ায় ২০২৩ সালে ফসল সংগ্রহের পরিমাণ ৩৭ শতাংশ কমে তিন কোটি ৪০ লাখ টনে দাঁড়াতে পারে বলে ধারণা দিয়েছিল।