শেয়ার বিজ ডেস্ক: আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ছয়টি প্রধান ইউনিটে ভাগ হয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যা পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং স্বতন্ত্রভাবে বাজারে শেয়ার ছাড়বে। দুই দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠিত চীনের এ ই-কমার্স জায়ান্টটির জন্য এটিই সবচেয়ে বড় পরিবর্তন। খবর: ব্লুমবার্গ।
এর মধ্য দিয়ে চীনা সংস্থাটির ২২০ বিলিয়ন (২২ হাজার) কোটি মার্কিন ডলারের সাম্রাজ্য ভাগ হয়ে যাচ্ছে। এ পদক্ষেপ আলিবাবার প্রধান বিভাগগুলোকে
ই-কমার্স ও মিডিয়া থেকে মুক্ত করে তুলনামূলক বেশি স্বায়ত্তশাসনের সঙ্গে পরিচালনার সুযোগ দেবে। ফলে ভবিষ্যতে আরও নতুন শাখা ও বাজার সৃষ্টির ভিত্তি স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। আলিবাবার অন্য বিভাগগুলোর মধ্যে রয়েছে খাবার বিতরণ, কাইনিয়াও লজিস্টিক গ্রুপ এবং ডিজিটাল মিডিয়া ও বিনোদন। এমনকি ভাগ হয়ে যাওয়ার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে নিউইয়র্কে
প্রি-মার্কেট লেনদেনে সংস্থাটির শেয়ারদর আট শতাংশের বেশি বেড়ে গেছে।
আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জ্যাক মা এক বছরের বেশি সময় পর চীনে ফেরার পরপর বিভক্তিকরণের ঘোষণা এলো। আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রধান হবেন। সাবেক ইন্টারন্যাশনাল রিটেইল চিফ জিয়াং ফ্যান হবেন ডিজিটাল ব্যবসায়িক ইউনিটের প্রধান এবং তাওবাও টমল অনলাইন শপিং বিভাগের দায়িত্ব নেবেন জ্যেষ্ঠ নির্বাহী ট্র–ডি দাই।
সিইও ঝাং এক বিবৃতিতে বলেছেন, ২৪ বছরে এসে প্রবৃদ্ধির একটি নতুন সুযোগকে স্বাগত জানাচ্ছে আলিবাবা। বাজার হলো পরীক্ষার সেরা জায়গা। প্রস্তুত হলে প্রতিটি ব্যবসায়িক গোষ্ঠী ও কোম্পানিই স্বাধীনভাবে তহবিল সংগ্রহ এবং আইপিও অনুসরণ করতে পারে।
চীনে বড় প্রযুক্তি সংস্থাগুলোর জন্য হোল্ডিং কোম্পানি কাঠামোয় স্থানান্তর বেশ বিরল ঘটনা। এক ছাতার নিচে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার রীতি থেকে আলিবাবার সরে আসার চিন্তাভাবনার প্রতিফলন এ সিদ্ধান্ত। সংস্থাটি নতুন বিনিয়োগকারী ও পাবলিক মার্কেটগুলোকে আকর্ষণ করতে প্রস্তুত, তারও শক্তিশালী ইঙ্গিত এটি। দেশটির সরকার অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রভাব নিয়ে সমালোচনা করে আসছে। বিশেষ করে আলিবাবা ও উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনস্টে হোল্ডিংস লিমিটেডকে নজরদারিতে রেখেছে কর্তৃপক্ষ। যদিও গত কয়েক বছরে এ দুই সংস্থা নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে।