এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের (পিএফডিএভিটিসি) সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ উদ্যাপন করেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রেইস উদ্দীন আহ্মাদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরীর উপস্থিতিতে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি