চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়িতে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সপ্তম কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান। মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ স্টোরের সৌজন্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ খান মিটু। বিজ্ঞপ্তি
